শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

শচীন কোহলি পন্টিংদের যে রেকর্ডে ভাগ বসালেন ফখর

শচীন কোহলি পন্টিংদের যে রেকর্ডে ভাগ বসালেন ফখর

ক্রিকেটে অবিশ্বাস্য পারফরম্যান্সের সুবাদে কিংবদন্তি হয়ে গেছেন ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার রেকর্ড বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। ভারতের সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তিনি ইতোধ্যে ৭৮টি সেঞ্চুরি করে কিংবদন্তিদের কাতারে চলে গেছেন।

ক্রিকেটে এক ক্যালেন্ডারে কোনো একটি দলের বিপক্ষে সর্বপ্রথম ৪টি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ব্যাটম্যান ডেসমন্ড হেইনস। তিনি ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই নজির গড়েন।

১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪টি সেঞ্চুরি করেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ২০০৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪টি সেঞ্চুরি করেন রিকি পন্টিং। ২০১২ সালে শ্রীলংকার বিপক্ষে ৪টি সেঞ্চুরি করেন এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।

আজ ভারতের বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ৬৩ বলে ৬টি চার আর ৯টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি করে ডেসমন্ড হেইনস, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং ও বিরাট কোহলিদের রেকর্ডে ভাগ বসান ফখর জামান।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana