শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

বিশ্বকাপে শান্তর ফিফটি, জয়ের জন্য ছুটছে বাংলাদেশ

বিশ্বকাপে শান্তর ফিফটি, জয়ের জন্য ছুটছে বাংলাদেশ

বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। একই পথেই হাঁটছে শ্রীলঙ্কা। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে দুই দলের জন্যই জয় ভীষণ প্রয়োজন। এমন সমীকরণে আগে ব্যাট করতে নেমে ২৭৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ২৮০ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ। আজকের ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক পা দিয়ে রাখবে বাংলাদেশ।
৪১ রানে ২ উইকেট পড়ার পর সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ছুটছে বাংলাদেশ। ১৮তম ওভারে দলীয় শতরান পূরণ করেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩২ রান। ক্রিজে শান্ত ব্যাটিং করছেন ৫২ রানে আর অপরদিকে ক্যাপ্টেন সাকিব ব্যাটে ৩৭ রান।

এর আগে, ২৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১৭ রান তুলে ঝড়ো শুরুর আভাস দেন লিটন দাস ও তানজিদ তামিম। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারে দিলশান মাদুশাঙ্কার বলে মাত্র ৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তরুণ ওপেনার তামিম। দলীয় ১৭ রানের টাইগার শিবিরে প্রথম আঘাত হানলেও  দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana