বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন

মোহরের টাকা মাফ করলে বিয়ে হবে?

মোহরের টাকা মাফ করলে বিয়ে হবে?

এক ব্যক্তি ১ লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করে। তবে বিয়ের সময় মোহরের টাকা নগদ পরিশোধ করেনি। পরে যদি সে তার স্ত্রীর কাছে মাফ চায় আর স্ত্রী মাফ করে দেয়, তা হলে এ ধরনের বিয়ে সহিহ হবে কি?

উত্তর : যদি কোনো ব্যক্তি দেনমোহর ধার্য করে বিয়ে করে তা হলে তার জন্য ভালো হচ্ছে-বাসর রাতে (সহবাসের পূর্বে) ওই দেনমোহর পরিশোধ করে দেওয়া। কেননা এটি স্ত্রীর হক বা প্রাপ্য। একই সঙ্গে এটি স্বামীর দায়িত্বে একটা ঋণ, যা অন্যান্য ঋণের মতো পরিশোধ করা জরুরি। তবে স্ত্রী যদি ইচ্ছাকৃতভাবে সন্তুষ্টচিত্তে মোহরের টাকা হাতে পাওয়ার পর স্বামীকে মোহরের কিছু অংশ বা পূর্ণ মোহর হাদিয়া দেয় তা হলে মাফ হয়ে যাবে। কিন্তু চাপে পড়ে মাফ করলে বা লৌকিকতার দ্বারা মোহর মাফ হয় না। সম্পূর্ণ সন্তুষ্টচিত্তে মাফ করলেই মাফ হয়। এতে বিয়েবন্ধনে কোনো অসুবিধা বা ক্ষতি হবে না। তবে স্বামীর জন্য এটা হালাল নয় যে, মোহর মাফ করানোর জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করা বা দুর্ব্যবহার করা বা অন্য কোনো কৌশল করা। এভাবে মাফ করালেও মাফ হবে না। মোহরের টাকা হাতে পাওয়ার পর স্ত্রী যদি কিছু অংশ খুশি হয়ে স্বামীকে হাদিয়া দেয় তা হলে তা স্বামীর জন্য হালাল হবে। টাকা হাতে না দিয়ে অন্তরের সন্তুষ্টি বোঝা মুশকিল। এ জন্য হাতে দেওয়ার কথা হজরত থানবী (রহ.) তার তাফসিরে উল্লেখ করেছেন। (মায়ারিফুল কুরআন : ২/২১৯; হেদায়া : ২/৩২৫)
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana