বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

ওমা অঘ্রাণে তোর ভরা ক্ষেতে, আমি কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি

ওমা অঘ্রাণে তোর ভরা ক্ষেতে, আমি কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি

২রা মার্চ ’৭১ এর বিকেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের ইকবাল হলের ক্যান্টিনে সিরাজুল আলম খান ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ডাকসুর ভিপি জিএস সহ অন্যান্য ছাত্রলীগ নেতাদের নিয়ে বসলেন- আমাদের জাতীয় সংগীত নির্ধারণ করতে। প্রস্তাব এল দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুস্পভরা’ গানটিকে জাতীয় সংগীত করার জন্য। কিন্তু দুটি সমস্যা দাঁড়ালো। গানটির কোথাও ‘বাংলা’ বা ‘বাংলাদেশ’ শব্দটির ব্যবহার নেই। দ্বিতীয়ত গানটির কোন রেকর্ডিং পাওয়া যায় না। তখন অবশেষে সবাই মিলে সিদ্ধান্ত নিল রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ গানটিকে জাতীয় সংগীত হিসেবে মনোনীত করার জন্য। তখন এই বিষয়টিতে সিরাজুল আলম খানও সায় দিলেন। উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরোধীতা করে এ গানটি রচনা করেছিলেন।

 

 

শাফায়েত জামিল রাজীব
সম্পাদক
একুশে টাইমস্

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana