শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন

ক্রিকেট মাঠ থেকে সাকিব যে কারণে রাজনীতির মাঠে

ক্রিকেট মাঠ থেকে সাকিব যে কারণে রাজনীতির মাঠে

উপমহাদেশে খেলার মাঠ থেকে রাজনীতিতে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছেন অনেকেই। পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানতো রাজনীতিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীও হয়েছিলেন।

বাংলাদেশের ক্রিকেটে নাঈমুর রহমান দুর্জয়, মাশরাফি বিন মুর্তজার পথ অনুসরণ করে খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে অংশ নিয়ে সংসদ সদস্য হওয়ার পথে সাকিব আল হাসান।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

পেশাদার ক্রিকেট থেকে অবসরের আগে রাজনীতিতে অংশ নেওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ক্রিকেট মাঠে ছিলাম, থাকব। সেখান থেকে রাজনীতিতে এলাম নিজের এলাকার মানুষের জন্য কাজ করতে।

সাকিব আরও বলেন, আমরা ক্রিকেট খেলে দেশের জন্য কাজ করি। মানুষ আমাদের খেলা উপভোগ করে। খেলা থেকে বিনোদন নেয়। কিন্তু রাজনীতি সরাসরি মানুষের পাশে থাকার সুযোগ করে দেয়। এ জন্যই নির্বাচন করা।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana