বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

মানুষের বিপদ দেখে যে দোয়া পড়বেন

মানুষের বিপদ দেখে যে দোয়া পড়বেন

মানুষের জীবনে নানাবিধ বিপদ-মুসিবত আসে। এ থেকে কারোরই রক্ষা নেই। আজ হোক বা কাল-যে কারও জীবনে যেকোনো সময় বিপদ আসতে পারে। তাই আমাদের কর্তব্য সব ধরনের বিপদ-আপদ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করা। এমনকি অন্য কোনো মানুষকে বিপদে আক্রান্ত দেখলেও দোয়া পড়া।
আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘অন্ধ, কুষ্ঠরোগ, অসুস্থতা ইত্যাদি বিপদে ও মুসিবতে আক্রান্ত কোনো ব্যক্তিকে দেখে যদি কেউ এই দোয়া পড়ে তা হলে সে এ ধরনের বিপদ-মুসিবত থেকে হেফাজত থাকবে। দোয়াটি হলো-‘আলহামদু লিল্লাহিল্লাজি আফানি, মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসিরিন মিম্মান খালাকা তাফদিলা।
অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে রক্ষা করেছেন এই মুসিবত থেকে, যাতে তোমাকে পতিত করেছেন এবং অনেক সৃষ্ট জীবের ওপর আমাকে মর্যাদা দিয়েছেন।’ (মেশকাত, মকবুল দোয়া : ১৪৯)
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana