শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

ইতিহাস গড়তে চান স্বর্ণারা

ইতিহাস গড়তে চান স্বর্ণারা

প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৩ রানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তারা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। ঐতিহাসিক ওই জয়ের নেপথ্যে ছিলেন অলরাউন্ডার স্বর্ণা আক্তার। তার লেগস্পিনেই ধরাশায়ী হয় স্বাগতিকরা। স্বর্ণা তুলে নেন পাঁচ উইকেট। তবে এতেই তৃপ্ত নন তিনি। বুধবার দ্বিতীয় ম্যাচটিও জিততে চান তারা, গড়তে চান দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস।
সিরিজ জিততে হলে সামনে দারুণ কিছু করতে হবে, সেটা মাথায় রেখেই স্বর্ণা জানালেন, তারা প্রস্তুত। দক্ষিণ আফ্রিকা থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো ছিল বিধায় শুরুটা ভালো করতে পেরেছি। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমার পরিকল্পনা ছিল ডট বল দেওয়া এবং কীভাবে ম্যাচ বের করা যায়। পরবর্তী ম্যাচেও একই পরিকল্পনা থাকবে। যেহেতু আমি একজন অলরাউন্ডার, গতকাল (রোববার) ব্যাটিংয়ে সুযোগ পাইনি। বোলার হিসেবে শুধু অবদান রাখতে পেরেছি, সে জন্য খুশি। সামনে যদি সুযোগ পাই ব্যাটিংয়ে অবদান রাখব এবং আরও ভালো কিছু করব।’
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana