শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন

আইসিসির মাসসেরার মনোনয়নে দুই বাংলাদেশি নারী ক্রিকেটার

আইসিসির মাসসেরার মনোনয়নে দুই বাংলাদেশি নারী ক্রিকেটার

বাংলাদেশের নারী ক্রিকেটাররা গত কয়েক মাস দুর্দান্ত পারফর্ম করছেন। ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই সংস্করণেই ধারাবাহিক পারফরম্যান্সে একের পর এক জয় পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর সুফল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সেরাদের তালিকায়ও মনোনয়ন পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন পিংকি। শেষ ওয়ানডেতে করেছেন ১১৩ বলে ৬২ রান। নভেম্বরে তিন ওয়ানডে খেলে ৩৬.৬৭ গড় ও ৪৬.৬৩ স্ট্রাইক রেটে করেন ১১০ রান। যা নভেম্বর মাসে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ ১১৩ রান করেন পাকিস্তানি নারী ক্রিকেটার সিদরা আমিন। আর নাহিদা ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজসেরা। যা নভেম্বরে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট। শেষ ওয়ানডেতে ২৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

নাহিদা, পিংকির সঙ্গে নভেম্বরের মাসসেরার মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের নারী ক্রিকেটার সাদিয়া ইকবাল। নাহিদার পর নভেম্বরে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন সাদিয়া।

যার মধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ ওভারে ১৩ রান খরচ করে নেন ৪ উইকেট। সেই ম্যাচে বাংলাদেশ ৮১ রানে অলআউট হয়ে গিয়েছিল। যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেট দলের ওয়ানডেতে সর্বনিম্ন স্কোর।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana