বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে সুখবর পেলেন সৌম্য

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে সুখবর পেলেন সৌম্য

সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের পরও নিউজিল্যান্ড সফরে রাখা হয় সৌম্য সরকারকে। সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর পরের ম্যাচে একাদশে সুযোগ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সৌম্য; কিন্তু কোচ চন্ডিকা হাথুরুসিংহের আস্থা ছিল সৌম্যর ওপর। তাই তিনি সৌম্যকে আরও একটি সুযোগ দেন। ম্যাচ শেষে কোচ অবশ্য বলেছেন, সেই ম্যাচটি ছিল সৌম্যর জন্য ডু অর ডাই তথা মারো অথবা মরো।

কিন্তু সেই ম্যাচে ১৬৯ রানের ইনিংস খেলায় আইসিসির সপ্তাাহিক ওয়ানডে র‌্যাংকিংয়ের হালনাগাদে ৫২ ধাপ এগিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৪১৬ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের লিস্টে ১১১ নম্বরে আছেন সৌম্য।

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ৯ উইকেটের স্মরণীয় জয়ে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে সিরিজে ৬ উইকেট নেওয়া শরিফুল ২৪ ধাপ এগিয়ে ৩৫ নম্বর পজিশনে আছেন।

ওয়ানডেতে ব্যাটিং র‍্যাংকিয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম, বোলিংয়ে আগের মতোই এক নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। অলরাউন্ডার র‌্যাংকিংয়ে নাম্বার ওয়ান সাকিব আল হাসান।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana