বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধ ও আন্তর্জাতিক গণমাধ্যম

মুক্তিযুদ্ধ ও আন্তর্জাতিক গণমাধ্যম

আল্লাহর নাম আর অখন্ড পাকিস্তান রক্ষার অজুহাতে ঢাকা আজ ধংসপ্রাপ্ত এবং ভীত নগরী। ঠান্ডা মাথায় ২৫ শে মার্চ রাত্র থেকে পাকিস্তানি সৈন্যদের ২৪ ঘন্টা গোলাবর্ষণের পর এ নগরীর ৭ হাজার মানুষ নিহত, বিশাল বিস্তৃত এলাকাটির সঙ্গে মিশে গেছে এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতার লড়াইকে নির্মমভাবে থামিয়ে দেওয়া হয়েছে।
-সাইমন ড্রিং: ব্রিটিশ সাংবাদিক
আত্মসমর্পণের পর রাও ফরমান আলি ড্রয়ারে কিছু কাগজপত্র পাওয়া গিয়েছিল। কিছু কিছু বিক্ষিপ্ত কথা তাতে লেখা ছিল। এরকম একটি কাগজে উৎকীর্ণ ছিল যে বাক্যটি তা হলো ‘পূর্ব পাকিস্তানের সবুজকে লাল রঙে রাঙিয়ে দিতে হবে এবং তা মানুষেরই রক্তে’।
-রবার্ট পেইন: আন্তর্জাতিক মানবাধিকার কর্মী
রোজ রাতে দেখতে পেতাম ঢাকা শহর ঘিরে একটি অগ্নিবলয় চারপাশের গ্রাম সব জ¦লছে। এই দৃশ্যটি এখনও আমাকে বিষন্ন করে।  I felt it was an occupied country.
-জন.কেলি: বিবিসি সাংবাদিক

 

 

শাফায়েত জামিল রাজীব
-সম্পাদক
একুশে টাইমস্ নিউজ মিডিয়া
এন্ড ইউটিউব চ্যানেল।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana