শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:২১ অপরাহ্ন

বগুড়ায় হিরো আলমসহ ৪৫ জনের জামানত বাজেয়াপ্ত

বগুড়ায় হিরো আলমসহ ৪৫ জনের জামানত বাজেয়াপ্ত

বগুড়ায় মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ পেতে ব্যর্থ হওয়ায় ৫৮ প্রার্থীর মধ্যে দুই এমপি ও আলোচিত হিরো আলমসহ ৪৫ জনের মনোনয়ন বাজেয়াপ্ত হয়েছে। বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান সোমবার বিকালে এ তথ্য দিয়েছেন।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ১২৪ কেন্দ্রে আওয়ামী লীগের সাহাদারা মান্নান এমপি (নৌকা) ৫১ হাজার ৪৯৪ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী তবলা মার্কার শাহাজাদী আলম লিপি পেয়েছেন, ৩৫ হাজার ৬৮৪ ভোট।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ১১০ কেন্দ্রে জাতীয় শরিফুল ইসলাম জিন্নাহ এমপি (লাঙ্গল) ৩৬ হাজার ৯৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র (ট্রাক) প্রার্থী জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বিউটী বেগম পেয়েছেন, ৩৪ হাজার ২০৩ ভোট। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ১১৭ কেন্দ্রে নৌকার মনোনয়ন বঞ্চিত আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খাঁ মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী (ট্রাক) ৬৯ হাজার ৭৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম অপর স্বতন্ত্র (কাঁচি) অজয় কুমার সরকার পেয়েছেন, ২৩ হাজার ৮১৫ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ১১৪ কেন্দ্রের ফলাফলে জাসদের একেএম রেজাউল করিম তানসেন এমপি নৌকা মার্কায় ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা ও সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা পেয়েছেন, ৪০ হাজার ৬১৮ ভোট। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ১৮৮ কেন্দ্রে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু (নৌকা) এক লাখ ৯৮ হাজার ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম ইসলামী ঐক্যজোটের (মিনার) নজরুল ইসলাম চার হাজার ১০৫ ভোট পেয়েছেন। বগুড়া-৬ (সদর) আসনে ১৪৪ কেন্দ্রে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি ৫৩ হাজার ২২৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ পেয়েছেন, ২২ হাজার ৮৪০ ভোট। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ১৭২ কেন্দ্রে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, বিএমএ সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন, ৯১ হাজার ২৯ ভোট। তার নিকটতম জাতীয় পার্টির (লাঙ্গল) এটিএম আমিনুল ইসলাম ছয় হাজার ৮০১ ভোট পেয়েছেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana