শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

বিউটিকুইনদের রঙ্গলিলা

বিউটিকুইনদের রঙ্গলিলা

আমাদের স্মৃতিতাড়িত ও আবেগ মিশ্রিত প্রিয় কিশোরগঞ্জ শহর আজ ধনবান ও বিত্তবান বিউটিকুইনদের দখলে। ধনীর ক্ষমতাশালী ললনারা একেকজন যেন-স্বঘোষিত বিউটিকুইন। এরা প্রত্যেকেই রূপচর্চার ব্যবসা করে থাকে। আর এ ক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার করছে ইন্টারনেটে ঝড় তোলা বিজ্ঞাপন ও অপসংস্কৃতির এক আগ্রাসন। অনেকের কোন অভাব নেই- তবুও পার্লারের মালিক সেজে নিজেদেরকে জাহির করতে- আবার কখনও কেউকেটা ব্যক্তির সাথে লং ড্রাইভে যাওয়ার জন্য ওনারা উদগ্রিব হয়ে থাকে। আর অন্য দিকে তাদের প্রাতিষ্ঠানিক ব্যবসা গোল্লায় যায়। সারা শহরে ছড়িয়ে থাকা বিউটি পার্লারগুলোর আয় ও ব্যায় বিস্তর ফারাক দেখা যায়। তখন ঐ সব বিউটিকুইনরা মাসের পর মাস গরীব বিউটিশিয়ানদের বেতন আটকিয়ে রাখে। অনেক সময় অর্থের লোভ দেখিয়ে গ্রাম থেকে আসা বিউটিশিয়ানদের শরীর বিক্রিতেও পিছপা হন না। তখন বিউটিশিয়ান নামের মেয়ে মানুষগুলো ইজ্জত বিক্রি করতে বাধ্য হয়। আর বিউটিকুইনরা স্বামী-সন্তানকে বাড়িতে রেখে- অফিসরুমে তাদের পছন্দের বিভিন্ন পুরুষ বন্ধুদের মাখা-মাখি করে।
গত ২৮ ডিসেম্বর আমাদের সম্পাদিত প্রকাশিত দৈনিক একুশে টাইমস্ পত্রিকায় নিজস্ব প্রতিবেদন জনাব শাহরিয়ার শরীফের সংগৃহীত ‘কিছু কিছু পার্লারে চলছে মধু চন্দ্রিমা’ শিরোনামে সংবাদটি দেখে- আমি হতভাগ ও বিস্মিত হই। আমাদের সংবাদদাতার সংগৃহীত সংবাদকে অনুসরণ করে এবং অনুসন্ধানের মাধ্যমে জানাযায়- উল্লেখিত পার্লারে এবং পার্লারের নিচের দোকানগুলোতে প্রায়ই বিভিন্ন ছেলেদের আনাগোনা পরিলক্ষিত হয়। আবার ওনারা প্রত্যেকেই বিউটিকুইনদের কাছের আপনজন ও পেশীশক্তির সহায়ক। চলবে…………..
২য় পর্ব আগামী বৃহস্পতিবার।

 

শাফায়েত জামিল রাজীব
-সম্পাদক
একুশে টাইমস্ নিউজ মিডিয়া
এন্ড ইউটিউব চ্যানেল।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana