বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

সশস্ত্র সংগ্রামই হলো শোষনের অবসান- চে’ গুয়েভারা

সশস্ত্র সংগ্রামই হলো শোষনের অবসান- চে’ গুয়েভারা

চে-গুয়েভারা, যিনি বিশ্বাস করতেন সশস্ত্র সংগ্রামই হলো বিপ্লবের একমাত্র পন্থা। বলিভিয়াই তাঁর প্রথম বন্দর- যেখানে এসে তাঁর চোখ খুলে যায়। এখানে এসে তিনি দেখতে পেলেন যে, মানুষ কিভাবে শোষিত হচ্ছে- আর এখানেই তিনি উপলব্ধি করলেন যে, ডাক্তার হওয়াটা একেবারেই অর্থহীন। মানুষের রোগ সারিয়ে তোলার চেয়ে রোগের কারণগুলো সারানোই উত্তম। যেমন- অপুষ্টি, বিশুদ্ধ পানির অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ঔষধ পত্রের অভাব।
তারপর চে’ গেলেন গুয়েতমালায়। গুয়েতমালায় ছিল তখন মূলত একটা “পুতুল সরকার-,” যেখানে চে সর্বপ্রথম লাতিন আমেরিকায় মার্কিনযুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সরাসরি প্রত্যক্ষ করলেন। সি আই এ বৈধভাবে নির্বাচিত সমাজতান্ত্রিক সরকার জ্যাকোবা আরবেনজ এর পতনে সহায়তা করেছিলেন। চে’গুয়েভারা, গুয়েতনামা শহরের প্রতিরক্ষাতেও অংশ নিয়েছিলেন। আর এরপরই এই প্রথমবারের মতো তিনি সি আই এ’র নজরে চলে আসেন এবং সি আই এ তাঁর জন্য একটা ফাইল খোলে।

শাফায়েত জামিল রাজীব
-সম্পাদক
একুশে টাইমস্ নিউজ মিডিয়া
এন্ড ইউটিউব চ্যানেল।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana