শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন

মৃত্যুর সংগ্রামে কোন সীমানা নেই- চে’গুয়েভারা

মৃত্যুর সংগ্রামে কোন সীমানা নেই- চে’গুয়েভারা

চে’ গুয়েভারা ছিল বিশ্বনন্দিত এক রাজনৈতিক তারকা। শৈশবে নিজ মাতৃভূমি আর্জেন্টিনায় বেড়ে ওঠা, এই মহান কমিউনিষ্ট নেতার মনে দাগ কেটেছিল- নিজ দেশের গৃহযুদ্ধের প্রতিক্রিয়া, বিভীষিকা আর নাৎসী উত্থানের বিরূপ প্রতিক্রিয়ায়। প্রকৌশলী পিতার সন্তান, মেডিকেল পড়ুয়া ছাত্র- চে’গুয়েভারা ছিল একদিকে প্রতিবাদী চেতনার অধিকারী ব‌্যক্তিত্ব অন্যদিকে ছিল রোমাঞ্চকর অনুভূতি সম্পন্ন মানুষ। এ্যাডভেঞ্জারের নেশায়, চে’গুয়েভারা ১৯৫২ সালে এক বন্ধুকে নিয়ে মটরসাইকেলে ৪৭ হাজার কিলোমিটার ভ্রমন করেন- যেমন দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ বলিভিয়া, পানামা, পেরু, ইকোয়াডর, গুয়েতমালা প্রভূতি ঘুরে বেড়ান। ভ্রমণের উদ্দেশ্যে ছিল দক্ষিন আমেরিকায় দরিদ্র পীড়িত অঞ্চলের অসহায় মানুষকে বিনামূল্যে কুষ্ঠরোগের চিকিৎসা প্রদান করা। কিন্তু এসব অঞ্চলের মানুষের কাছে ঔষধ তো দুরের কথা; অন্নহীন-বস্ত্রহীন জীবন-যুদ্ধে কাতর ছিল মানুষগুলো। তখন চে’গুয়েভারার মনে রাজনৈতিক উম্মাদনার সৃষ্টি হয় এবং শোষনহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেকে উৎসর্গ করলেন। উল্লেখ্য যে, তার এই ভ্রমণ কাহিনীকে কেন্দ্র করে ২০০৩ সালে “ দ্যা মটরসাইকেল ডায়েরী” নামক বই প্রকাশিত হয় এবং এই বইয়ের অনুকরণে একটি ফিল্ম নির্মিত হয়।

শাফায়েত জামিল রাজীব
-সম্পাদক
একুশে টাইমস্ নিউজ মিডিয়া
এন্ড ইউটিউব চ্যানেল।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana