রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন
একুশে ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কে হবে এমন প্রশ্নের জবাবা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিরোধী দল কে হওয়া উচিত? জাতীয় পার্টি দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বলে সাংবাদিক উল্লেখ করলে ওবায়দুল কাদের বলেন, তাহলে ধরে নিন তারাই হচ্ছে বিরোধী দল।
সাংবাদিক তার প্রশ্নে জানতে চান, সংসদে দ্বিতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি ১১টি আসনে জিতেছে আর স্বতন্ত্রেরা ৬২ আসনে জিতেছেন। এমন পরিস্থিতিতে সংসদের বিরোধী দল কে হবে। জবাবে ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র সংসদ সদস্যেরা স্বতন্ত্রই থাকবেন।
তাহলে সংসদে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ হয়ে যাচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তারা একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ মানে? তাদের পার্টি হচ্ছে জাতীয় পার্টি নট আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা স্বতন্ত্র আছে। আর দল যদি বলেন, তাহলে বিরোধী দল তো জাতীয় পার্টি।