শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

দ্যা কনসার্ট ফর বাংলাদেশ

দ্যা কনসার্ট ফর বাংলাদেশ

“ও বাংলাদেশ…………… ও বাংলাদেশ……….”
১৯৭১ সনে বাংলাদেশের পাক হানাদার কর্তৃক নারকীয় হত্যাযজ্ঞ আর ভারত সীমান্তবর্তী অঞ্চলের শরনার্থী শিবিরের দু:খ-দুর্দশা, ব্যাধি আর অনাহারের দৃশ্য দেখে কেঁদে উঠল ভারতীয় সংগীত শিল্পী ও বিশ্বখ্যাত সেতার বাদক পন্ডিত রবি শংকর এবং তার সংগীত জগতের বন্ধু পাশ্চাত্যের খ্যাতনামা গায়ক জর্জ হ্যারিসনের কোমল হৃদয়। হাত ঘটিয়ে বসে না থেকে জর্জ হ্যারিসন আর পন্ডিত রবি শংকর আমেরিকার নিউইয়র্কে কনসার্টের মাধ্যমে চাঁদা তুলে শরনার্থীদের সাহায্যের সিদ্ধান্ত নিলেন। জর্জ হ্যারিসন যোগাযোগ করলেন তৎকালীন পাশ্চাতীয় সংগীতের প্রাণপুরুষ বব ডিলান, এরিক কিপটনের মত গায়কদের সাথে। রাজি করালেন কনসার্টে গান গাওয়ার জন্য। তবে কোনো রকম পারিশ্রমিক ছাড়াই। অত:পর নির্দিষ্ট সময়ে নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে জর্জ হ্যারিসনর, বব ডিলানরা গেয়ে উঠল “ও বাংলাদেশ……………….ও বাংলাদেশ……..”। দুই সপ্তাহের প্রোগ্রামের সমুদয় অর্থ ইউনিসেফের মাধ্যমে পূর্ব বাংলার শরনার্থীদের জন্য খাদ্য, বস্ত্রের মত মৌলিক চাহিদা মেটাতে দান করা হল। তথাপি আমরা বাঙালী জাতি ভিন্ন দেশের-ভিন্ন সংস্কৃতির, কিন্তু মানবতাবাদী সেই তরুন শিল্পীদের কাছে আজও ঋণী হয়ে রইলাম।

শাফায়েত জামিল রাজীব

সম্পাদক

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana