শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
বঙ্গোপসাগরে জেলি ফিশের তাণ্ডবে মাছ শিকার বন্ধ করতে বাধ্য হয়েছে জেলেরা। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সাগর থেকে খালি হাতে ফেরা এফবি জাহানয়ারা এবং এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝির বরাত দিয়ে রোববার বিকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, অসংখ্য জেলি ফিশ সাগরে ভেসে বেড়াচ্ছে। জাল ফেলার সঙ্গে সঙ্গে হাজারো জেলি ফিশ জালে আটকে যায়। যার জন্য জাল ট্রলারে উঠানো যায় না।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার আপু জানান, জেলি ফিশের ঘটনাটি আমি ইতোমধ্যে জেনেছি। এই জেলি ফিশের জন্য বর্তমানে জেলেরা সাগরে যাচ্ছে না। দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে লবণাক্ততার সৃষ্টি হয়ে এ জেলি ফিশের জন্ম হয়েছে বলে তার ধারণা।