বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

ঝড়ে লণ্ডভণ্ড পটুয়াখালী, নিহত ২

ঝড়ে লণ্ডভণ্ড পটুয়াখালী, নিহত ২

হঠাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে গেছে পটুয়াখালীর বিভিন্ন এলাকা। জেলার বাউফল উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। এছাড়া অন্যান্য এলাকায় আরো ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কালবৈশাখী ঝড়টি আঘাত হানে। ৩৫ মিনিট স্থায়ী ঝড়ে ব্যাপক দমকা হাওয়ার সাথে শিলাবৃষ্টি এবং বজ্রপাত হয়। এতে
নিহতেরা হলো- বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের চরালকী গ্রামে গাছের নিচে পড়ে মৃত্যু হয় সাফিয়া রহমানের (৯০)। আর নাজিরপুর ইউনিয়নের রায় তাতেরকাঠি গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় রাতুল (১৩) নামে এক কিশোরের।

এছাড়া গোসিংগা গ্রামের আফসেরের গ্রেজ এলাকায় ঘরের উপর গাছ ভেঙ্গে পরে মা সাবিহা (৩০) তার মেয়ে ইভা (১২) ও দুই বছর বয়সী শিশু মারাত্মক আহত হয়েছে। বাউফলের বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক আধাপাকা বাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ভাঙা ডালের আঘাতে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্য অনেককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana