বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

কেএনএফের দুই সদস্য বিপুল অস্ত্র-গুলিসহ আটক

কেএনএফের দুই সদস্য বিপুল অস্ত্র-গুলিসহ আটক

পার্বত্য জেলা বান্দরবানে চলমান যৌথ বাহিনীর তল্লাশি অভিযানকালে পাহারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)’ দুইজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বান্দরবনের রুমা উপজেলার বেথেলপাড়ায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় যৌথ বাহিনী আটককৃত কেএনএফ সদস্যদের কাছ থেকে সাতটি দেশি বন্দুক, ২০ রাউন্ড গুলি, ল্যাপটপ, ইউনিফর্ম ও বুট উদ্ধার করেছে। সোমবার (৮ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
জানা যায়, গত ২ এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে সশস্ত্র হামলা ও ব্যাংকটির শাখা ম্যানেজারকে অপহরণের ঘটনা ঘটিয়ে নতুন করে কেএনএফ তাদের ভয়ানক রূপ প্রকাশ করে। পরের দুই দিনে থানচিতে আরো দুটি ব্যাংকের শাখায় লুটপাট এবং থানচি থানায় সশস্ত্র হামলার ঘটনাও ঘটায় তারা।

এসব দুর্ধর্ষ সন্ত্রাসী কার্যক্রমের প্রেক্ষাপটে গত দুই দিন ধরে সরকারের নির্দেশে সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসারসহ বিভিন্ন সংস্থা মিলে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে বান্দরবানে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana