বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
মেটার মালিকানাধীন মেসেজিং প্লাটফরম হোয়াটসঅ্যাপে ফটো গ্যালারি ফিচারে পরিবর্তন আসছে। ফলে আরও সহজে অন্যকে ছবি পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।
কিন্তু সামনে আর ফটো গ্যালারি সিলেক্ট করার প্রয়োজন হবে না। অ্যাটাচমেন্ট অপশনে কিছুক্ষণ ট্যাপ করে হোল্ড করে থাকলেই পৌঁছে যাবেন ফোনের গ্যালারিতে। ফলে খানিকটা সময় ও কাজ কমবে ব্যবহারকারীর।
শোনা যাচ্ছে, বেশ কিছু ইউজারের স্মার্টফোনে এই ফিচারটি বেটা ভার্সনে চালু করা হয়েছে। যদিও হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি।
তবে অদূর ভবিষ্যতে অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজাররা এই ফিচার ব্যবহার করতে পারবেন।