বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন
মানুষের জন্য কিছু বিষয় অনেক ক্ষতিকর। সচেতন মানুষের কর্তব্য, যাবতীয় ক্ষতিকর বিষয় থেকে বেঁচে থাকা। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা সাতটি ধ্বংসকারী বিষয় হতে বেঁচে থেকো। সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসুল! সেগুলো কী?
নবীজি (সা.) বললেন-১. আল্লাহর সঙ্গে শরিক করা ২. জাদু করা ৩. অকারণে কাউকে হত্যা করা, যা আল্লাহ হারাম করেছেন ৪. সুদ খাওয়া ৫. এতিমের সম্পদ ভক্ষণ করা ৬. যুদ্ধের ময়দান থেকে পিঠ ফিরিয়ে নেওয়া ৭. সতী-সাধ্বী, বিশ্বাসী ও সরলমনা নারীদের প্রতি ব্যভিচারের মিথ্যা অপবাদ দেওয়া’ (বুখারি : ৬৮৫৭; মুসলিম : ১৬৪)। যে ব্যক্তি এসব কাজে লিপ্ত হবে তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হবে। এ ক্ষতি ও ধ্বংস শুধু পৃথিবীতেই নয়, পরকালেও এর জন্য রয়েছে কঠিন পরিণতি। আল্লাহ এসব থেকে আমাদের হেফাজত করুন।