বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন
একুশে ডেস্ক: আজবকান্ড! এক দেশে দুই রীতি। ‘কেউ খাবে কেউ খাবেনা; এ হবে না। উল্লেখ্য যে, গৌরাঙ্গ বাজার ব্রীজের দক্ষিণ পার্শ্বের মেইন রোডের দু’পাশে তাকালেই সহজে অনুধাবন করা যায়; বিগত কয়েক মাস পূর্বে অসহনীয় যানজটের কারণে মূল সড়কের উপর অবস্থিত ফুটপাতের উপর স্থাপিত ভাসমান দোকানগুলোকে তুলে দেওয়া হয়- যা প্রশংসনীয়। তখন যদিও ফুটপাত বহির্ভূত খালি জায়গার পূর্ব পার্শ্বের ভাসমান দোকানগুলো তুলে দেওয়া হয়। কিন্তু পশ্চিম পার্শ্বের রাস্তার গলিতে অবস্থানরত দোকানগুলোর উপর কোন প্রশাসনিক চাপ আসেনি। এটা যেন মগের মুল্লুক।
চলবে…