বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জের তিন উপজেলার ভোটগ্রহণ হয়েছে। ভোট গণনা শেষে তিন উপজেলায় তিন জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ তাদের জয়ী ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলায় চেয়ারম্যান পদে মঈনুজ্জামান অপু (ঘোড়া প্রতীক) ৪৩ হাজার ৮৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলী আকবর (দোয়াত কলম প্রতীক) ১৮ হাজার ৬৫২ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বদরুল আলম নাঈম (চশমা প্রতীকে) ৪৩ হাজার ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে সাথী বেগম (কলস প্রতীক) ৩৮ হাজার ৭৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকলী উপজেলা চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী নির্বাচন করেছেন। এর মধ্যে মোকাররম সর্দার (আনারস প্রতীক) ৩৬ হাজার ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান মো. রুহুল কুদ্দুস ভূঞা জনি (মোটরসাইকেল প্রতীক) ৩১ হাজার ৫৭ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মো. তাহের আলী (টিউবওয়েল প্রতীক) ২২ হাজার ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আরা বিউটি (হাঁস প্রতীক) ৩৮ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অষ্টগ্রাম উপজেলায় এএফ মাশুক নাজিম (ঘোড়া প্রতীক) ৪২ হাজার ৫৫১ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমসের (কাপ-পিরিচ প্রতীক) পেয়েছেন ১৮ হাজার ৭০৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আল আমিন সরকার (চশমা প্রতীক) ২১ হাজার ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে মোছা. শেলী আক্তার (হাঁস প্রতীক) ২৫ হাজার ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।