বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

ক্রিকেট অস্ট্রেলিয়াকে যে প্রশ্ন ছুঁড়ে দিলেন রশিদ খান

ক্রিকেট অস্ট্রেলিয়াকে যে প্রশ্ন ছুঁড়ে দিলেন রশিদ খান

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর মানবাধিকার ইস্যু তোলে দেশটির সঙ্গে সবধরনের দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২১ সালে আফগানিস্তানের সঙ্গে ঘরের মাটিতে একটি টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। টেস্ট সিরিজ স্থগিত করেই থামেনি প্যাট কামিন্সদের বোর্ড। এরপর গত বছর মার্চে ওয়ানডে এবং চলতি বছর টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করে অস্ট্রেলিয়া। আর গতকাল এই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে হারিয়েছে আফগানিস্তান।

ম্যাচ শেষে রশিদ খান বলেন, ‘আমরা খেলোয়াড়রা শুধু ক্রিকেট নিয়ে ভাবি। সবাই বলে খেলাধুলা একটি জাতিকে, সবাইকে ঐক্যবদ্ধ রাখে। আমরা যে কোনো দলের বিপক্ষে খেলতে পারলে সবসময় খুশি। একমাত্র এভাবেই আমাদের ক্রিকেট দিনকে দিন উন্নতি করতে পারে। ক্রিকেটে যে বিষয়গুলো কারো নিয়ন্ত্রণাধীন নয়, সেগুলো নিয়ে আমরা কিছুই করতে পারি না। খুব ভালো হতো যদি কিছু করতে পারতাম। এটার কোনো সমাধান হলে ভালো লাগতো।  আমরা খুব খুশি হতাম। কিন্তু আমি জানি না এর সমাধান কী।’

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana