বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

জিম্বাবুয়ে সিরিজে গম্ভীর নয়, ভারতের কোচ অন্য কেউ!

জিম্বাবুয়ে সিরিজে গম্ভীর নয়, ভারতের কোচ অন্য কেউ!

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে ভারতীয় দল। এরইমধ্যে এই সিরিজের দলও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে তারকা ক্রিকেটারদের অনেকেই বিশ্রাম পাচ্ছেন।

বিশ্বকাপ দিয়েই ভারতের প্রধান কোচের মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। এরপরই এই পদে নতুন কারও কাঁধে দায়িত্ব তুলে দিবে বিসিসিআই। রোহিত শর্মাদের কোচ হওয়ার পেছনে এগিয়ে আছেন সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

ভারতীয় গণমাধ্যমের খবর, কোচ হওয়ার দৌড়ে গম্ভীরই সেরা পছন্দ বিসিসিআইয়ের। ইতোমধ্যে বিসিসিআইকে সাক্ষাৎকারও দিয়েছেন গম্ভীর। তবে সহসাই ভারতের প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন না গম্ভীর।  জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলের দায়িত্ব নিবেন অন্য কেউ।

ইন্ডিয়ান এক্সেপ্রেস জানিয়েছে, জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করবেন ভিভিএস লক্ষ্মণ। যিনি বর্তমানে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে কাজ করছেন। এর আগে রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে বিভিন্ন সিরিজে প্রধান কোচের দায়িত্ব সামলেছেন তিনি। এবার জিম্বাবুয়ে সিরিজেও দায়িত্ব পালন করবেন তিনি।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana