শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

৪র্থ পর্ব- সেনানায়ক থেকে রাষ্ট্রনায়ক: জিয়া

৪র্থ পর্ব- সেনানায়ক থেকে রাষ্ট্রনায়ক: জিয়া

২৭শে মার্চ `৭১ জিয়াউর রহমান স্বাধীনতার ডিক্লারেশন দেওয়ার পর ক্যাপ্টেন রফিক, ক্যাপ্টেন অলি, ক্যাপ্টেন সুবেদ আলী ভূঁইয়া, লে:খালেক উজ্জামান প্রমুখ জুনিয়র অফিসারদের নিয়ে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালী অঞ্চলে যুদ্ধ শুরু করেন। জিয়ার নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল অদম্য সাহসিকতা প্রদর্শন করে। কিন্তু পরবর্তীকালে পাক বাহিনীর আক্রমণে টিকতে না পেরে জিয়া হেডকোয়ার্টার ভারতের বর্ডারের ভেতর স্থানান্তরিত করে। জিয়া `৭১ এর জুন মাস ১ নং সেক্টরের কমান্ডোর ছিলেন। জুন `৭১ পরবর্তী সময় উনি ১ম,২য়,৩য় ইস্টবেঙ্গলের সমন্বয়ে জেড ফোর্সের কমান্ডো নিযুক্ত হন। (চলবে)

সম্পাদক, একুশে টাইমস।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana