বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিবেশ পবির্যয়ের কারণে ২০০৮থেকে প্রতি বছর বিশ্বে ২ কোটি ৭০ লক্ষ মানুষ গৃহহীন হচ্ছে। বৈশ্বিক উষ্ণতার ফলে যে হারে বরফ গলছে তাতে ২১০০ সালের মধ্যে সমুদ্রেপৃষ্ঠের উচ্চতার প্রায় পাঁচ ফুট বাড়বে। এই পরিসংখ্যান সত্যি হলে সবচেয়ে ভুগবে বাংলাদেশ। ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফডিআই এর মতে, পাঁচ ফুট পানি বাড়লে বাংলাদেশের এক-পঞ্চমাংশ তলিয়ে যাবে, যার ফলে প্রায় ৩কোটি মানুষ হবে গৃহহীন একইসঙ্গে কমে যাবে ফসল উৎপাদন, বাড়বে রোগ বোলাই। বিশ্বে এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে মূলত উন্নত দেশগুলোর অতিমাত্রায় গ্রিন হাইজ গ্যাস বৃদ্ধির কারণে। এই গ্যাসের বৃদ্ধি ঘটাচ্ছে উন্নত দেশসমূহ্ ফলে বৈশ্বিক তাপমাত্রা পরিবর্তনে আমাদের কোন দায় নেই।এর দায় পুরোপুরি উন্নত দেশগুলোর। উন্নত দেশগুলোর শিল্প বিপ্লবের পর থেকে চলমান এই বিপর্যয়ের ধারা অব্যাহত রয়েছে এবং বিশ্বের শিল্পোন্নত দেশগুলো তাদের শিল্প কারখানার পাশাপাশি কার্বন নিঃসরণের পরিমানও বাড়িয়ে চলছে। তাই বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় ‘গ্রীনহাউজ’ নামক একটি পরিবেশবাদী সংগঠনের ব্যানারে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পাদক, একুশে টাইমস্।