বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

ট্রাম্পের বিজয় কতটা লাভবান করবে ভারতকে?

ট্রাম্পের বিজয় কতটা লাভবান করবে ভারতকে?

মার্কিন নির্বাচন নিয়ে যেন জল্পনা কল্পনার অন্ত নেই গোটা বিশ্বজুড়ে। কিন্তু শেষে কমালা হ্যারিসকে ছাপিয়ে বিজয়ের হাসি হাসলেন ডোনাল্ড ট্রাম্প। গড়লেন নতুন ইতিহাস। তবে হিসেব নিকেশ এখনও শেষ হয়নি। গুঞ্জন রয়েছে ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির রয়েছে দারুণ সখ্যতা। ট্রাম্পকে নিজের বন্ধু বলেও সম্বোধন করেন বিজেপির এই নেতা।

 

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাব বিস্তারে বরাবরই নিজের নাক এগিয়ে দেয় ভারত। অনেক বিশ্লেষকদের অভিমত, ট্রাম্পের বিজয় বৈশ্বিক রাজনীতিতে কিছুটা হলেও স্বস্তি দেবে নয়া দিল্লিকে।

 

এবার এ নিয়ে কথা বললেন, সাবেক ভারতীয় কূটনীতিক ও কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। তিনি ট্রাম্পের বিজয়কে ভারতের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। তবে এই বিজয়ে তেমন চমক থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। কারণ হিসেবে তিনি বলেন, ট্রাম্পের সাথেও আগেও কাজ করেছে দিল্লি। তবে চীন প্রসঙ্গে ভারত-ওয়াশিংটনের অবস্থান সামঞ্জস্যপূর্ণ হবে বলে অভিমত তার।

 

ট্রাম্পের সাথে মোদি সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উল্লেখ করে থারুর বলেন, ট্রাম্পের সাথে যেহেতু আমরা আগেও ৪ বছর কাজ করেছি। সে অভিজ্ঞতা থেকে বলা যায়, তিনি অত্যন্ত বাণিজ্যবান্ধব একজন নেতা। ব্যবসার ক্ষেত্রে খুব কঠোর।

 

থারুরু ভারতের সাথে কানাডার সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, হয়তো ট্রাম্প ভারতের বিরুদ্ধে আনা কানাডার অভিযোগ নিয়ে খুব একটা নাক গলাবেন না। তিনি বলেন, এখন পর্যন্ত কানাডা-ভারতের সম্পর্ক নিয়ে ট্রাম্পকে তেমন সরব ভূমিকায় দেখা যায়নি। তাই ট্রাম্প এ ব্যাপারে আগ্রহ দেখালেই বরং আমি অবাক হবো।

সম্পাদক, একুশে টাইমস্।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana