বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
আজ ৭ই নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পঁচাত্তর সনের নভেম্বর মাসের প্রথম সপ্তাহটি ছিল পর পর দুটি সামরিক অভ্যুত্থানের রক্তস্নাত সংঘাতের ঘটনাবলী। আজও অনেককে নাড়া দেয় – বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল খালেদ মোশাররফের অন্তর্ধান বা মর্মান্তিক হত্যাকাণ্ড। পনেরো আগস্টের পট পরিবর্তনের পর চব্বিশে আগস্ট সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহর স্থলে উপ-প্রধান মেজর জেনারেল – জিয়াউর রহমানকে যদিও সেনাবাহিনীর প্রধান করা হয়। তখন বিভক্ত সেনাবাহিনীর দুটি উপদলের নেতৃত্বে ছিলো- জিয়া-তাহের গং বনাম খালেদ মোশারফ-সাফায়েত জামিল গং। বঙ্গভবনে অবস্থানরত খুনি মেজর চক্রকে হটিয়ে দিতে- খালেদ মোশারফের নির্দেশে ৪৬ ব্রিগেডের কমান্ডার লে: কর্নেল শাফায়েত জামিল ও তার অধীনস্থ মেজর ইকবাল ও মেজর হাফিজ বঙ্গভবনে সাড়াশী অভিযান চালায়।
সম্পাদক, একুশে টাইমস্।
(চলবে…)