বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

২য় পর্ব: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- প্রসঙ্গ ও অপ্রসঙ্গ

২য় পর্ব: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- প্রসঙ্গ ও অপ্রসঙ্গ

কর্ণেল তাহের পাকিস্তান সেনা-বাহিনীর স্পেশাল সার্ভিসেস গ্রুপের একমাত্র বাঙালি অফিসার ছিলেন। ‘৭১ এর জুন মাসে পাকিস্তানের শিয়ালফোর্ট বর্ডার থেকে পালিয়ে এসে ১১নং সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধ শুরু করেন। শেরপুরের বর্ডার সংলগ্ন কামালপুর ঘাঁটিতে পাকসেনাদের শক্ত অবস্থান ছিল। বেশ কয়েকবার মুক্তিবাহিনী- এই বর্ডারে পাক-বাহিনীকে পরাস্ত করতে ব্যর্থ হয়। অবশেষে কর্ণেল তাহের নিজে যুদ্ধে নামেন এবং নিজের একটি পা হারান। তবুও কামালপুরের মতো দুর্গ দখল করেন- ঐ এলাকা থেকে পাক বাহিনীকে পিছু হটতে বাধ্য করেন। কিন্তু স্বাধীনতার পর এই সেক্টর কমান্ডার রাজনৈতিক মতাদর্শের কারণে চাকুরী ত্যাগ করে নবগঠিত ‘জাসদ’-এর সহ-সভাপতি হন। উনার আদর্শে তৈরী- বিপ্লবী সৈনিক সংস্থা-এর সিপাহীরা ৭ই নভেম্বর জিয়াকে বন্দীদশা থেকে মুক্ত করে।

শাফায়েত জামিল রাজীব।

সম্পাদক, একুশে টাইমস্।

(চলবে….)

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana