বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নিলেন ইসরায়েল ক্যাটজ

ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নিলেন ইসরায়েল ক্যাটজ

ইসরায়েলের নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজ পার্লামেন্টে শপথ নিয়েছেন। গাজা যুদ্ধ চলাকালে আস্থায় ফাটল ধরায় তার পূর্বসূরী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এক প্রতিবেদনে ফরাসি সংবাদমাধ্যম ফ্রাস ২৪ এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি পার্লামেন্টে শপথ নেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা চালানোর পর হামাসের বিরুদ্ধে গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানের বিভিন্ন বিষয়ে মতোবিরোধ ও ব্যবধান সৃষ্টি হওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্যালান্টকে প্রতিরক্ষা মন্ত্রী পদ থেকে বরখাস্ত করেন।

 

গ্যালান্টের স্থলাভিষিক্ত হয়ে ইসরায়েলের শত্রুদের পরাজিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এতদিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ইসরাইল ক্যাটজ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার উত্তরসূরী নিযুক্ত করা হয়েছে গিডিয়ন সারকে।

 

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ক্যাটজের শেষ দিনে ইসরায়েলি পুলিশ পূর্ব জেরুজালেমের এক ফরাসি মালিকানাধীন গির্জার কম্পাউন্ডে প্রবেশ করে দুই ফরাসি সৈনিককে আটক করলে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারট অধিকৃত পূর্ব জেরুজালেমের এলিওনা চার্চ কম্পাউন্ডের এক নির্ধারিত সফর ত্যাগ করতে বাধ্য হন।

 

ঘটনাটি ফ্রান্সের সাথে কূটনৈতিক টানাপোড়নের জন্ম দেয়। বৃহস্পতিবার ক্যাটজের সাথে এক আলাপকালে ব্যারোট বলেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে ‘উপনিবেশকরণ’, ‘মানবিক সহায়তার ক্ষেত্রে বিধিনিষেধ’ এবং ‘উত্তর গাজায় বিমান হামলা অব্যাহত রাখাকে ইসরাইলের নিরাপত্তার ঝুঁকির কারণ বলেও ইঙ্গিত দেন তিনি।

সম্পাদক, একুশে টাইমস্।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana