বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

দেশকে নিয়ে অপপ্রচার ও গুজব রোধে গণমাধ্যমকে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টার

দেশকে নিয়ে অপপ্রচার ও গুজব রোধে গণমাধ্যমকে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টার

মুক্ত গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সংস্কার কমিশন, এমনটা জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। গুজব প্রতিরোধে গণমাধ্যমকে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে, সচিবালয়ে তথ্য উপদেষ্টার সাথে দেখা করতে যান ইলেকট্রনিক মিডিয়ার মালিক ও প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে গণোমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব বলেন।

 

এ সময় তিনি বলেন, গণমাধ্যম কতটুকু স্বাধীনতা পেয়েছে, কি চ্যালেঞ্জ সামনে আছে এসব নিয়েই আলোচনা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা টেকসই করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

 

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশকে নিয়ে এখনও অপপ্রচার হচ্ছে। সংবাদমাধ্যমগুলোকে সঠিক তথ্য তুলে ধরে গুজব প্রতিরোধে কাজ করার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও জানান, মুক্ত গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার। স্বাধীনতা টেকসই করার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করছে। এক্ষেত্রে সবার পরামর্শ নেয়া হবে। সাংবাদিকদের বেতন যথাসময়ে প্রদানে মালিকপক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি।

সম্পাদক, একুশে টাইমস্।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana