বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন
বর্তমান প্রেক্ষাপটে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে আসাদুজ্জামান নূর ও বিশিষ্ট অভিনেত্রী শমী কায়সারকে মিথ্যা, বানোয়াট মামলায় গ্রেফতার করে- সরকার নিরপেক্ষতা হারিয়েছে; সরকার হারিয়েছে তার নিজস্ব স্বাতন্ত্রবোধ। একজন শিল্পী বা সাংস্কৃতিক কর্মী প্রথমেই খ্যাতি লাভ করে তাঁর নিজস্ব, শিল্পগুণ দ্বারা। রাজনৈতিক মতাদর্শ দ্বারা নয়, তবে প্রত্যেকেরই ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। বাকের ভাই খ্যাত আসাদুজ্জামান নূর কি খুনের মামলার নির্দেশ দাতা হতে পারে। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহর কায়সারের মেয়ে ও ডাকসাইটে চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ভাতিজী শমী কায়সার কি দেশদ্রোহী হতে পারে।
সম্পাদক, একুশে টাইমস্।