বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

অবৈধ বাংলাদেশি ধরতে ৮ ঘণ্টা ধরে চলছে ইডি’র অভিযান

অবৈধ বাংলাদেশি ধরতে ৮ ঘণ্টা ধরে চলছে ইডি’র অভিযান

অর্থপাচারকারী আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে মেগা অভিযানে নেমেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। উত্তর ২৪ পরগনা, কলকাতা’সহ ১২টি স্থানে চলছে তল্লাশি। ঝাড়খণ্ডের একটি আদালতে দায়ের হওয়া অর্থ পাচার মামলার জেরে এই অভিযান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কলকাতায়, বাংলাদেশি অনুপ্রবেশকারী কয়েকজনও আছে সন্দেহভাজন’দের তালিকায়। অবৈধ বাংলাদেশিদের ধরতে প্রায় ৮ ঘণ্টা ধরে চলছে ইডি’র এই অভিযান।

 

ঝাড়খন্ড আদালতের তরফ থেকে আর্থিক লেনদেনের তদন্তভার তুলে দেওয়া হয় ইডির হাতে। ইডি তদন্ত নেমে জানতে পারে বিপুল পরিমানে অর্থ হাওয়ালার মাধ্যমে পৌঁছে গিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তারা জানতে পারে হাওয়ালার মাধ্যমে ভারতীয় মুদ্রাকে বাংলাদেশী মুদ্রায় পরিবর্তন করে সেই মুদ্রাকে ফের ভারতীয় টাকায় পরিবর্তন করা হত। এই বিপুল পরিমাণে অর্থ লেনদেনের পেছনে কে বা কারা রয়েছে তারই তদন্ত শুরু করে ইডি।

 

স্থানীয় সময় মঙ্গলবার, কলকাতা ও ঝাড়খণ্ডের ইডি’র টিম এক যোগে তল্লাশি অভিযান শুরু করে ১২টি জায়গায়। ইতিমধ্যে মধ্যমগ্রামের তিনটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। মধ্যমগ্রামের পূর্ব বঙ্কিমপল্লীতে পিঙ্কি বসু নামে এক নারীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।

 

অভিযোগ রয়েছে, বাংলাদেশি এবং রোহিঙ্গা মেয়েদের পাচার করা হচ্ছে ঝাড়খণ্ডে। তবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ভারতীয় পরিচয়পত্র।

 

মধ্যমগ্রামে, পিঙ্কি ও অভিজিৎ বসু নামের দু’জনের ফ্ল্যাটে চালানো হয় তল্লাশি। তাদের একাধিক ঠিকানার খবর রয়েছে স্থানীয় পুলিশের কাছে। প্রতিটি স্থানেই অভিযান চালানো হবে বলে জানিয়েছে ইডি। এই এলাকার পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে চালানো হচ্ছে তল্লাশি।

সম্পাদক, একুশে টাইমস্

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana