বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
এখন নভেম্বরের মাঝামাঝি সময়। পঁচাত্তরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সেনাবাহিনীর অভ্যন্তরে ঘটে যায়-এক ভয়াবহ রক্তাক্ত ঘটনা। দ্বন্দ্ব ও বিভক্তি এবং ক্ষমতার লড়াই।মুক্তিযুদ্ধের তিন বীর সেনানী যেমন- ১নং সেক্টরের কমান্ডার ও পরবর্তীকালে ‘জেড’ ফোর্স প্রধান মেজর জিয়াউর রহমান, ২নং সেক্টরের কমান্ডার ও ‘কে’ ফোর্স প্রধান মেজর খালেদ মোশাররফ এবং ১১নং সেক্টরের প্রধান মেজর আবু তাহের। এই তিনজনের নেতৃত্বে মোস্তাক সরকারের আমলে সেনাবাহিনীর অভ্যন্তরে তিনটি উপদলের সৃষ্টি হয় এবং ঘটে যায় বেদনাদায়ক এক সেনা অভ্যুত্থান। ষড়যন্ত্রমূলক সেনা বিদ্রোহের কারণে বীরউত্তম খেতাবপ্রাপ্ত তিন দেশপ্রেমিকই অকালে ঝরে যায়।
(আগামীকাল থেকে ধারাবাহিকভাবে চলবে…)
শাফায়েত জামিল রাজীব।
সম্পাদক, একুশে টাইমস্।