বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন
জিয়া, খালেদ মোশাররফ ও তাহের এই তিনজনই `৭১ এর রণাঙ্গনে যুদ্ধ করার সময়- মেজর পদবীর অফিসার ছিল। তবে জিয়া কমিশন প্রাপ্তির দিক থেকে সিনিয়ার ছিল। উল্লেখ্য যে – খালেদ মোশাররফের মতো চৌকস অফিসার বাঙ্গালীদের মধ্যে ছিল বলে মনে হয় না। মুক্তিযুদ্ধের সময় খালেদ মোশাররফ আখাউড়া- কসবা সীমান্তে মরণ প্রাণ লড়াই করে পাকবাহিনী হটিয়ে দেয়। খালেদ মোশাররফের চাপে পাকবাহিনী তাদের এয়ারফোর্সের সাপোর্ট নিয়ে ও আখাউড়া – কসবা সীমান্ত সংলগ্ন গুরুত্বপূর্ণ ঘাঁটিটি রক্ষা করতে ব্যর্থ হলো। মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন প্রামাণ্য চিত্রে দেখা যায়- ‘খালেদ মোশাররফ এক হাতে সিগারেট টানছেন, অন্য হাতে রাইফেল দিয়ে গুলি ছুড়েছেন।’ ২নং সেক্টরের কমান্ডার ও ‘কে’ ফোর্সের প্রধান খালেদ মোশাররফ স্ব উদ্যোগে ভারতের মেলাঘরে দেশপ্রেমিক ছাত্রদেরকে গেরিলা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেন।
(আগামীকাল থেকে ধারাবাহিকভাবে চলবে….)
শাফায়েত জামিল রাজীব।
সম্পাদক, একুশে টাইমস্।