বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

দাবানলে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, ক্ষতিগ্রস্ত ২ হাজার স্থাপনা

দাবানলে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, ক্ষতিগ্রস্ত ২ হাজার স্থাপনা

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। ক্ষতিগ্রস্ত বিখ্যাত উপকূলীয় শহর মালিবু। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা এপি।

 

সোমবার (৯ ডিসেম্বর) থেকে শুরু হয় এই দাবানল। তীব্র বাতাসে অবিশ্বাস্য গতিতে ছড়াচ্ছে চারদিকে। এরইমধ্যে পুড়েছে তিন হাজার একরেরও বেশি জায়গা। দাবানলে ক্ষতিগ্রস্ত প্রায় ২ হাজার স্থাপনা।

 

সরিয়ে নেয়া হয়েছে মালিবুর অর্ধেকেরও বেশি বাসিন্দাকে। আশ্রয়কেন্দ্রে ৬ হাজারেরও বেশি নাগরিক। আগুন নেভাতে কাজ করছে প্রায় এক হাজার ফায়ার সার্ভিসকর্মী ও স্বেচ্ছাসেবী। যোগ দিয়েছে কয়েকটি আকাশযানও। এমন অবস্থায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পর্যন্ত বন্ধ রাখা হয়েছে অঞ্চলটির বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।

 

প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্যে এ ধরনের দাবানল খুবই স্বাভাবিক ঘটনা। রাজ্যটির শুষ্ক আবহাওয়া এবং কম আর্দ্রতাজনিত কারণই ‘ফ্র্যাংকলিন ফায়ার’ নামক এ জাতীয় দাবানলের মূল কারণ।

সম্পাদক, একুশে টাইমস্।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana