শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রকৃত উপায় খুঁজুন

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রকৃত উপায় খুঁজুন

প্রবল শক্তি নিয়ে মোখা আসছে, এমন সংবাদ বেশ কদিন ধরে দিয়ে আসছিল আবহাওয়া অধিদফতর। তার নাম নিয়ে সংশয় ছিল, নামটা আসলে কী, মোকা, মোখা নাকি মোচা? যাই হোক, সংশয় নিয়েই লিখছি। ঝড়ের কতই না নাম থাকে। বিশে^র বিভিন্ন দেশে তার নামের উচ্চারণ কতই না ভাবে হয়, উচ্চারিত হয়। উচ্চারণে ভিন্নতা থাকলেও আঘাতের ভিন্নতা থাকে না, ক্ষতির ভিন্নতা থাকে না। ধ্বংসের রূপ একই।
অবশেষে ‘ঘূর্ণিঝড় মোখা’র আগমনের সাড়া মিলেছে বাংলাদেশের সাগরে, আকাশে ও বাতাসে এবং উপকূলবর্তী জনজীবনে। প্রকৃতিতে তার দাপুটে উপস্থিতি। ভয়ভীতি উপকূলবর্তী অঞ্চলের মানুষের চেহারায়। আতঙ্ক আর ভয়াবহ ক্ষতির আশঙ্কা বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দাদের। উপকূলবর্তী অঞ্চলের জনগণের চেহারা দেখলে বোঝা যায় আদতে কী হতে যাচ্ছে সেসব অঞ্চলে। মিডিয়াও তার সম্পর্কে মিনিটে মিনিটে সংবাদ প্রচার করছে, সাধারণত করে থাকে। বসে নেই, বসে থাকে না সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। প্রাকৃতিক দুর্যোগ এলে তাদের তৎপরতা বেড়ে যায়। বিভিন্ন ত্রাণ প্রস্তুতির কথা তারা বলে যাচ্ছে অনবরত বরাবরের মতো। গত দুদিন ধরে যেটা জানা সম্ভব হয়েছিল তা হলো, মোখার জন্য সর্বস্তরে ‘মোকাবিলা’র প্রস্তুতি চলছে।

এমন তৎপরতা কিন্তু নতুন কিছু নয়। অথচ সত্য হলো, প্রকৃতির এমন বৈরিতার মোকাবিলা করা একদিনে সম্ভব নয়, এটা একটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এবং বিজ্ঞানসম্মত ও টেকসইভাবে যেটা করার দরকার ছিল। ভয়াবহ ক্ষতির পুনরাবৃত্তি বছর বছর হলেও, মোকাবিলার স্থায়ী সমাধান হয় না, হয়নি তেমনভাবে। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা পাওয়ার চিন্তা, পরিকল্পনার বিকল্প আর কিছুই নেই। আশ্রয়কেন্দ্রে শেল্টার দেওয়া ও খাবার সরবরাহ সাময়িক সমাধান মাত্র। এটাকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বলা হলে এর গুরুত্ব আংশিক হয়ে থাকে।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana