শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

তাসনিয়ার বিয়ের শাড়ি তৈরিতে সময় লেগেছে এক বছর!

তাসনিয়ার বিয়ের শাড়ি তৈরিতে সময় লেগেছে এক বছর!

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ে করেছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিয়ের ঘোষণা দেন তিনি।

বিয়েতে হালকা মেকআপেই সেজেছিলেন তাসনিয়া ফারিণ। কনে সাজে চোখে ছিল কাজলের ব্যবহার। ঠোঁটে ছিল ন্যুড লিপস্টিক। সোনার গয়না পরেছিলেন। খোলা চুলে জামদানির ওড়না আর ব্লাউজে বেশ লাগছিল তাকে।

জাহিদ খান ব্রাইডাল মেকওভারের স্বত্বাধিকারী জাহিদ খান জানান, তাসনিয়া ফারিণের এই জামদানি শাড়ি তৈরিতে সময় লেগেছে প্রায় এক বছর।

তিনি বলেন, খুব বেশি জমকালো সাজে তাসনিয়া ফারিণকে একেবারেই মানায় না। মিনিমাল মেকআপেই তিনি হয়ে ওঠেন আরও স্নিগ্ধ সুন্দর। ফারিণ নিজেও ছিমছাম মেকআপ পছন্দ করেন।

প্রসঙ্গত, তাসনিয়া ফারিণ শুক্রবার পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকদ সেরেছেন। তার বরের নাম শেখ রেজওয়ান তিনি বিদেশে কর্মরত রয়েছেন। দীর্ঘ সাড়ে আট বছর প্রেমের পর সম্পর্ককে পূর্ণতা দিলেন তারা।

ফেসবুক স্ট্যাটাসে ফারিণ লিখেছেন, ‘সাড়ে আট বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর আমরা অবশেষে গত ১১ আগস্ট বিয়ে করেছি। যদিও এটা অনেক লম্বা সময়, তবু এখনো তুমি আমার হৃদয়কে ঠিক প্রথম দিনের মতোই আন্দোলিত কর। আমি তোমার মধ্যে শান্তি খুঁজে পেয়েছি। বাইরের কোলাহল থেকে দূরে আমরা নিজেদের একটা জগত তৈরি করেছি।’

ফারিণ যখন কলেজের ছাত্রী, তখনই এ প্রেমের সূচনা।  তিনি বলেন, ‘ক্যামেরার সামনে আসার আগে আমি যখন কলেজছাত্রী, তখন আমাদের ভালোবাসা শুরু। তোমার আগে আমার জীবন দ্রুত বদলে গেছে। তবে আমার কাজের সঙ্গে যুক্ত না থেকেও তুমি আমার পাশে ছায়ার মতো ছিলে, সবসময় আমাকে উৎসাহ দিয়ে আমার সাপোর্ট সিস্টেম হয়ে ছিলে।’

কাজের চেয়ে নিজেদের সম্পর্ককেই সবসময় অগ্রাধিকার দিয়েছেন বলে জানালেন ফারিণ। সেই সঙ্গে সর্বদা চেষ্টা করেছেন দীর্ঘ দিনের লালিত স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana