শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

পাকিস্তান অন্যদের ‘ফর্মে ফেরাতে’ সাহায্য করে

পাকিস্তান অন্যদের ‘ফর্মে ফেরাতে’ সাহায্য করে

ক্রিকেটে বিশ্বকাপের চলতি আসরে টানা দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলংকাকে হারিয়ে শুভ সূচনা করে পাকিস্তান।

নিজেদের চতুর্থ ম্যাচে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড ৩৬৮ রানের টার্গেট তাড়ায় পাকিস্তান হারে ৬২ রানে।

টানা দুই ম্যাচে হেরে সমালোচনার মুখে পড়েছে বাবর আজমের নেতৃত্বধীন পাকিস্তান ক্রিকেট দল।

পাকিস্তানের সাবেক ওপেনার আমির সোহেল এক টেলিভিশন টক শোতে বলেছেন, অস্ট্রেলিয়ার সঙ্গে এই হার হজম হচ্ছে না। এর পেছনে কিছু কারণ আছে। আমাদের একটা সংস্কৃতি হচ্ছে, আমরা যেসব দল ফর্মে থাকে না, তাদের ফর্মে নিয়ে আসি। আজও আমরা তাই করেছি। আমরা সবাইকে ফর্মে নিয়ে আসব।

হারিস রউফ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ ওভারে ৩ উইকেট নিলেও খরচ করেছেন ৮৩ রান। তাকে নিয়ে আমির সোহেল বলেন, হারিস রউফের কথা অনেকবার বলেছি, শুধু গতিই সবকিছু নয়। ব্যাটসম্যানকে আউট করার জন্য সব বল গতিময় হতে হবে, এমন কোনো কথা নেই। আমাদের দেশে একটা সময় ছিল, যখন গতিকেই সবকিছু ধরা হতো। কিন্তু সেটা ভিন্ন সময় ছিল। সেটা এমন সময় ছিল, যখন বল রিভার্স সুইং হতো। আর এখন যতই গতি হোক, ব্যাটসম্যান চড়াও হবে, যদি বল এলোমেলোভাবে করা হয়।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana