শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন

বিশ্বকাপে হারের রেকর্ড গড়লো বাংলাদেশ

বিশ্বকাপে হারের রেকর্ড গড়লো বাংলাদেশ

বিশ্বকাপের ৭ ম্যাচের মধ্যে টানা ছয় ম্যাচে পরাজয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুভ সূচনা শুরু করলেও সাকিব আল হাসানের দল হেরেছে টানা ছয় ম্যাচ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত ৫০ ওভারের আগে সব কয়টি উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে হাতুরি সিংয়ের শীর্ষরা।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩২ ওভার ৩ বলে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে যায়।

এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এর পরের ম্যাচে সাকিবদের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় নিউজিল্যান্ড। ইন্ডিয়ার কাছে ৭ উইকেটে লজ্জাজনকভাবে হারে হাতুরির শীর্ষরা। ৩ ম্যাচ হারের পরে সাকিব জয়ের আশার বাণী শোনালেও পরবর্তী ম্যাচে ১৪৯ রানে পরাজিত হয় সাউথ আফ্রিকার কাছে। তবে নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ক্রিকেট প্রেমীদের মনে আশা জেগেছিলো, এই ম্যাচ থেকে হয়তো বাংলাদেশ ঘুরে দাঁড়াবে কিন্তু ক্রিকেট ভক্তদের আশা নিরাশ করে ৪৭ রানের ব্যবধানে হারে টাইগাররা।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana