রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
ম্যাচের আগেরদিনও ছিল অদ্ভুত নিস্তব্ধতা। বায়ুদূষণের আলোচনায় সীমাবদ্ধ ম্যাচটি হঠাৎ করেই ‘কোমা’ থেকে বেরিয়ে এসে মিষ্টি হাসল। লুকানো নীরবতাই যেন আলো হয়ে বাংলাদেশ দলের জানালায় উঁকি দিল। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শীতের আগমনি বার্তায় সাজানো ম্যাচের টুকরো মুহূর্তগুলো আলাদা করে সাজালে সুন্দরতম ছবিটা খুঁজে পাওয়া কঠিন হবে। কুশল মেন্ডিসকে বিশ্বকাপে অভিষিক্ত তানজিম হাসানের চোখ রাঙানি, ফ্লাইং বার্ড মুশফিকের অসামান্য ক্যাচ, টাইমড আউটের ইতিহাসে নাম লেখানো অ্যাঞ্জেলো ম্যাথিউসের ক্রোধ, এরপর অধিনায়ক সাকিবকে আউট করে ম্যাথিউসের হাত দেখিয়ে সময় মনে করিয়ে দেওয়া-সব ছাপিয়ে সবচেয়ে সুন্দরতম সংখ্যাটা হয়ে রইল সাকিব, নাজমুলের ১৬৯ রানের জুটি। বাংলাদেশের মুমূর্ষু ব্যাটিংয়ে রং লাগানো সাকিব ও নাজমুল এটাও মনে করিয়ে দিলেন, বড্ড দেরি হয়ে গেছে। বিশ্বকাপের সেমির লড়াই থেকে আগেই ছিটকে যাওয়া বাংলাদেশ কাল শ্রীলংকার বিপক্ষে ২৮০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় এই জুটিতেই যে তিন উইকেটে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার আশা বাঁচিয়ে রাখল। টানা ছয় হারের পর সাকিবরা পেলেন স্বস্তির এক জয়।