শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন

চলচ্চিত্র নির্মাতা ও মুক্তিযোদ্ধা আলমগীর কুমকুম

চলচ্চিত্র নির্মাতা ও মুক্তিযোদ্ধা আলমগীর কুমকুম

আলমগীর কুমকুম একজন প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্রকার, প্রযোজক এবং পরিচালক ছিলেন।
আলমগীর কুমকুম ১৯৬৮ সালে তার মামা পরিচালক ইআর খানের সহকারী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন। সহকারী পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘চেনা অচেনা’। এরপর তিনি রূপবানের রূপকথা এবং মধুবালা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। ১৯৬৯ সালে আলমগীর কুমকুম চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার নির্মিত চলচ্চিত্রসমূহের মধ্যে স্মৃতিটুক থাক, আমার জন্মভূমি, গুন্ডা, মায়ের দোয়া প্রভৃতি। তিনি চিত্রনায়ক আলমগীরকে নায়ক হিসেবে চলচ্চিত্রে নিয়ে আসেন। আলমগীর কুমকুম নির্মিত সর্বশেষ ছায়াছবি জীবন চাবি। এছাড়াও আলমগীর কুমকুম ’৭১-এর ডাকসাইটে চলচ্চিত্রকার জহির রায়হানের সাথে স্টপ ‘জেনোসাইড’ প্রমাণ্য চিত্রে কাজ করেন।
আলমগীর কুমকুমের নির্মিত ছবি সীমানা পেরিয়ে এক অনবদ্য সৃষ্টি। চলচ্চিত্রগুলোর মধ্যে বিশেষ করে স্মৃতিটুকু থাক, আমার জন্মভূমি, গুন্ডা, কাপুরুষ, রাজবন্দি, কাবিন প্রভৃতি উল্ল্যেখযোগ্য। পশ্চিম বাংলার বিখ্যাত চলচ্চিত্র নায়িকা জয়শ্রী ছিলেন উনার স্ত্রী। এবং জয়শ্রী দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে অল্প বয়সেই মারা যান।

 

শাফায়েত জামিল রাজীব
-সম্পাদক
একুশে টাইমস্ নিউজ মিডিয়া
এন্ড ইউটিউব চ্যানেল।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana