বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশি আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া:

 

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটাভারুতে অভিযান চালিয়ে ৪৮ বাংলাদেশিসহ ৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্টেট ইমিগ্রেশনের উপ-পরিচালক (ব্যবস্থাপনা) নিক আখতারুল হক নিক আবদুল রহমান এক বিবৃতিতে এ তথ্য জানান।

 

তিনি বলেন, গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যেও ভিত্তিতে কোটা ভারু শহরের বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৫৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪৮ বাংলাদেশি ছাড়া, ৪ ইন্দোনেশিয়ান পুরুষ ও ৩ জন নারী এবং একজন নেপালি পুরুষ নাগরিক রয়েছেন।

 

তিনি আরও বলেন, আটককৃতরা ২৩ থেকে ৫০ বছর বয়সী। তাদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। এ সময় বিদেশিদের কোনো বেআইনি কার্যকলাপ এবং অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য দিতে জনসাধারণকে আহ্বানও জানান তিনি। তাছাড়া, অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই ইমিগ্রেশন কর্মকর্তা।

সম্পাদক, একুশে টাইমস্।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana