বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

মুক্তির গান

লিয়ার লেভিন মার্কিন চলচ্চিত্র নির্মাতা। ১৯৭০ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশে ছুটে এসেছিলেন। ঘূর্ণি-উপদ্রুত মানুষকে নিয়ে ৩০ সেকেন্ডের একটি ছবি তৈরী করেছিলেন। এরপর ১৯৭১ সালে এদেশের মানুষের উপর পাকিস্তানি বাহিনীর অত্যাচার নির্যাতনের খবর পেয়ে পুনরায় এ অঞ্চলে আসেন। মাতৃভূমি থেকে বিতাড়িত লাখ লাখ শরণার্থীর দু:খ-দুর্দশা নিয়ে প্রামাণ্যচিত্র তৈরির সিদ্ধান্ত নেন। প্রায় ৬ সপ্তাহ এখানে থেকে লিয়ার লেভিন বিভিন্ন শরণার্থী শিবির ও যুদ্ধফ্রন্টের ছবি তোলেন। পরে ২২ ঘন্টার ফুটেজ নিয়ে তিনি ‘জয় বাংলা’ নামে ৭২ মিনিটের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। কিন্তু মার্কিন প্রশাসন আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষের শিবিরে থাকায় কোনো স্পন্সর পাওয়া যায়নি। অত:পর প্রায় ২২ বছর পর বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রয়াত তারেক মাসুদ ও তার মার্কিন স্ত্রী ক্যাথরিন মাসুদ লিয়ার লেভিনের ফুটেজকে নবরূপায়ণ দেন ‘মুক্তির গান’ ছবিতে। বাংলাদেশের রজতজয়ন্তী উপলক্ষে লিয়ার ঢাকা এসেছিলেন এবং ‘জয় বাংলা’ ছবি নির্মাণের প্রক্ষাপট, তার ব্যক্তিগত অনুভুতি আবেগের সাথে প্রকাশ করেন।

 

শাফায়েত জামিল রাজীব

প্রধান সম্পাদক

একুশে টাইমস্ বিডিডটকম

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana