শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

যে কারণে ‘এ’ দলে নেই মুমিনুল হক

যে কারণে ‘এ’ দলে নেই মুমিনুল হক

খেলা ডেস্ক:

বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে রাখা হবে মুমিনুল হককে। টেস্ট দলের সাবেক অধিনায়ককে ফর্মে ফেরাতে এমন পরিকল্পনাই হাতে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতির সেই বক্তব্যের পর মুমিনুলও প্রস্তুত ছিলেন।  জানিয়েছিলেন, বিসিবি যে সিদ্ধান্ত দেবে তাই মেনে চলবেন।

এ নিয়ে বেশ কয়েক দিন জল্পনার পর দেখা গেল সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি।

শুক্রবারের ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলের দুটি ভিন্ন ভিন্ন স্কোয়াড (চার দিন ও একদিনের সিরিজ) সৌম্য সরকার ও সাব্বির রহমান থাকলেও সেখানে নেই মুমিনুলের নাম।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ‘এ’ দলে মুমিনুল নেই কেন? তবে কীভাবে ফর্মে ফিরবেন টেস্ট দলের সাবেক অধিনায়ক?

এ বিষয়ে ক্রিকেট অপস প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘আমার মনে হয় মুমিনুল যে অবস্থায় আছে তার জন্য সেরা প্লাটফর্ম হলো এনসিএল ও বিসিএল। সেখানে রান করলে আত্মবিশ্বাস ফিরে আসবে।’

বিসিবির এই কর্মকর্তা বোঝাতে চাইলেন, মুমিনুল এখন অফফর্মে। এখন যদি তাকে ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হয় আর তিনি যদি সেখানে গিয়েও ব্যর্থ হন তখন কী হবে? তখন হিতে বিপরীত হবে। এতে মুমিনুলের আত্মবিশ্বাসেও চির ধরবে।
তাই ফর্মে ফিরতে এনসিএল ও বিসিএলই মুমিনুলের জন্য আদর্শ ক্ষেত্র।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana