শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 আগুন আমিন, পাকুন্দিয়া:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা তারুণ্যের আলো মানব কল্যাণ সংগঠনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফ্রি ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩১ জুলাই) বিকেল ৪টায় মঠখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমপি নূর মোহাম্মদ। আ. লীগ নেতা এনামুল হাসান রাজিব’র সঞ্চালনায় খেলাটি উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা যুবলীগের আহবায়ক ভিপি হেলাল উদ্দিন, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, চরফরাদী ইউপি চেয়ারম্যান আ. মান্নান, নারান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ইউনিয়ন আ. লীগ নেতা জাহাঙ্গীর আলম, রিপন মেম্বার, ক্রীড়াবিদ তনুজ কুমার সাহা, রফিকুল ইসলাম, শাহজাহান প্রমুখ। চরখামা গ্রামের স্পেন প্রবাসী এনামুল হাসান ও হাজী কামালের উদ্যোগে আয়োজিত খেলায় হাসিমুখ যুব কল্যাণ ক্লাব (মঠখোলা) বনাম চর এলাকা স্পোর্টিং ক্লাব (চরকাওনা) এ দুটি দল অংশ নেয়। খেলায় ১-০ গোলে চরকাওনা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে, মঠখোলা হাসিমুখ যুব কল্যাণ ক্লাব বিজয়ী হয়। খেলাটি পরিচালনা করেন ভারত চন্দ্র গুহ। পরে বিজয়ী দলের মাঝে ওয়ালটন কোম্পানির একটি ফ্রিজ ও রানার্স আপ দলের মাঝে মাঝে একটি এলইডি টিভি প্রদান করা হয়। এসময় পুরো মাঠ জুড়ে দর্শকমহল উল্লাসে মেতে ওঠে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana