বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

পাকুন্দিয়ায় নবগঠিত ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ

 

আগুন আমিন (কিশোরগঞ্জ) পাকুন্দিয়া প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। আজ শনিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় নবগঠিত উপজেলা ছাত্রলীগের কমিটি বাদিলের দাবিতে উপজেলা পরিষদ চত্বর থেকে ঝাড়ু মিছিল শুরু করে পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মঠখোলা-মির্জাপুর-কিশোরগঞ্জ সড়কের তিন রাস্তার মোড়ে এসে মিছিলটি বিক্ষোভে রূপ নেয়। এসময় নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে ঢাকা- কিশোরগঞ্জ মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে উপজেলার বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এসে কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না অভিযোগ করে বলেন, বিএনপি থেকে উঠে আসা, অছাত্র ও বিবাহিতদের নিয়ে গঠিত এ কমিটি আমরা মানি না। অবিলম্বে এ কমিটি বাতিল করা না হলে আমরা আন্দোলন অব্যাহত রাখব। এছাড়াও এ কমিটি দ্রুত বাতিল করতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে। ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন বলেন, অনুপ্রবেশকারীদেরকে টাকার বিনিময়ে রাতের আঁধারে বসে কমিটি দেয়া হয়েছে, আমরা এই কমিটি চাই না। আমরা চাই এই কমিটি বাতিল করে সাংগঠনিক গঠনতন্ত্র মেনে কমিটি দেয়া হোক। এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু বলেন, আমরা চাই তৃণমূলের ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে আলোচনার মাধ্যমে কমিটি হোক। এভাবে টাকার বিনিময়ে ঘরে বসে কমিটি দিলে ছাত্রলীগ ধ্বংস হয়ে যাবে। তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন। উল্লেখ্য, গত বুধবার (৫ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ছাত্রলীগের নিজস্ব প্যাডে আগামী এক বছরের জন্য নাজমুল আলমকে সভাপতি ও মো. তোফায়েল আহমেদ তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নতুন আংশিক কমিটি অনুমোদন দেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana